Showing posts with label আইন আদালত. Show all posts
Showing posts with label আইন আদালত. Show all posts

Jul 28, 2021

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক করার সময়  জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর থানাধীন আতাহার এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ীতে গেপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করে থানা পুলিশ।


গ্রেফতার কৃতরা হল- আতাহার গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ কামরুজ্জামান (৪৫), একই গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে মোহাম্মদ উল্লাহ শাওন (৪০), মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২৮),  আতাহার জুবিডাঙ্গার মৃত কালু মন্ডলের ছেলে মোঃ শাইরুল ইসলাম (৩২), আতাহার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ নুর বক্স (৪৬), মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সদের আলী (৩৪), শুকুদ্দী মন্ডলের ছেলে মোঃ ফিরোজ আলী (৩২),  মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ সামিউল ইসলাম (২৫),  আতাহার দীঘিপাড়ার মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আলিউল হক (২১), আতসহার হক অটো রাইস মিলের সামনের মোঃ মনিরুল ইসলামের মোঃ তৌহিদুল ইসলাম (২০), আতাহারের মোঃ হুমায়ন কবিরের ছেলে মোঃ ইয়াকুব আলী  (২২),  একই এলাকার মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মানিক আলী (২৪),  আতাহার দীঘিপাড়ার মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সাব্বির রহমান (২৮), আতাহারের মোঃ আকবর আলীর ছেলে মোঃ কাজল আলী (২৫), মোঃ শুকুরুদ্দীনের ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪৫), মোহ শাজাহান আলীর ছেলে রবিউল আওয়াল (৪০),  মোঃ মুনিরুল ইসলামের ছেলে মোঃ নাসির উদ্দীন  (৩০), মোঃ তরিকুল ইসলামের ছেলে  মোঃ রফিকুল ইসলাম (৩৫),  মনিরুল ইসলামের ছেলে  মোঃ শামীম উদ্দীন কাজল (৪৩) ও আবুল কালাম আজাদের ছেলে মোঃ রাসেল আহমেদ (৩৫)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে এসআই অমিত পান্ডে বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়েরপুর্বক বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ৪৭। 

May 7, 2021

সেই গণ-ধলাইয়ের ঘটনায় মামলা

সেই গণ-ধলাইয়ের ঘটনায় মামলা


রাজশাহীর গোদাগাড়ীর কামার পাড়ায় ৩ জন ভূয়া সাংবাদিক ও একজন ভূয়া ম্যাজিস্ট্রেট অভিযুক্ত-দেরকে গণ-ধোলাই দেয়ার ঘটনায় আলমগীর হোসেন (২৯) নিজে বাদি হয়ে গোদাগাড়ী থানায় ৮জনকে তালিকা ভুক্ত করে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্প্রতিবার (৬ মে) গোদাগাড়ী থানায় এ মামলা দায়ের করা হয়। তাদেরকে গণ-ধোলাই করা হয় সোমবার (৩ মে) বেলা সাড়ে ১১টায়। ওই গণ-ধোলাই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও প্রিন্ট ও অনলাইন পোর্টালে খবরও প্রকাশ করা হয়।

এ মামলার আসামি যারা: আব্দুল মতিন (বিপু), বিপ্লব, আরমান, পলাশ, বাবু, কুতুবুল, মাসুম বিন আনাস, মানিক। এছাড়াও ১৪/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়।

এজহারে যা উল্লেখ করা আছে: গোপন সুত্র ধরে রাজশাহীর গোদাগাড়ীর কামার পাড়া এলাকার নাহার ফুর্ডস এ্যান্ড বেকারীতে যাই। সে সময় উপস্থিত ছিলেন; প্রথম ভোরের নিজস্ব প্রতিবেদক আলমগীর, দৈনিক জনতার কথা পরিচালক নাসির, ক্যামেরা পারসন শুভ ও দৈনিক মুক্তির স্টাফ রিপোর্টার সাফিয়ান স্বাধিন। আমরা একটি ভাড়া করা গাড়িতে কামার পাড়া গেছিলাম। আমরা যখন তাদের বেকারীর প্রধান গেটে পৌঁছালাম তখন তালা মারা ছিলো। ওই দরজার তালা নাড়তে থাকলে কারখানার ভেতর থেকে একজন কর্মচারি বের হয়। সে আমাদের কারখানার ভেতর নিয়ে যায়। ভিতরে প্রবেশ করে আমি দেখতে পাই কারখানার কর্মচারীরা অস্বাস্থ্যকর অবস্থায় বিভিন্ন ধরনের বেকারীর খাবার তৈরী করছে। আমরা আমাদের পেশাগত দায়িত্বের কারণে সেই অস্বাস্থ্যকর পরিবেশের ভিডিও এবং স্থির চিত্র নিয়ে চলের ওই কারখানা থেকে বের হয়ে চলে আসি। হঠাৎ ওই বেকারির মালিক আব্দুল মতিন (বিপু) বের হয়ে আসে। আমাদেরকে দেখে বলে আমার সাথে কোন রকম কথা না বলা ছাড়ায় কেন চলে যাচ্ছেন। আমার সাথে বিষয়টা মিটমাট করে যান। আপনাদেরকে নিউজ করতে হবে না। আমরা যখন তাদের কথা না শুনি,তখন আমাদেরকে কারখানায় অবরুদ্ধ করে এলোপাথাড়ি মারধোর করে।আমরা গুরতর জখম হই। এ সময় আমাদের গলায় দেশিয় ধারালো অস্ত্র দিয়ে ঠেকায়। ওই সময় আমাদের কাছ থেকে তারা ১০০ টাকার নন জুডিসিয়াল ফাঁকা স্টাম্পে সই নেন। ৬১ হাজার টাকা, দুটো স্মার্টফোন ও ১ টি ডি.এস.এল.আর ক্যামেরাও ছিনিয়ে নেন। সবমিলিয়ে আনুমানিক মূল্য ৭৭ হাজার,৪ শ ৫০ টাকা। ঘটনাস্থলে পুলিশ গেলে ওই বেকইরর মালিক (বিপু) পুলিশ কে সমোঝতার কথা বলে চলে যেতে বলেন।

মামলার সাক্ষি যারা: নাসির পাভেজ, শূভ ইসলাম, সাফিয়ান স্বাধিন, লিয়াকত হোসেন।

মামলার বাদি আলমগির যা বলেছেন: আসামিগণ আমাদের কাছে ফাঁকা স্টাম্পে সই নিয়েছে, মারধোর করার ভিডিও আছে।তারা আমাদেরকে ভূয়া ম্যাজিস্ট্রেট সাজার চেষ্টা করেছে।সেই ভিডিও আমাদের কাছে আছে। চিকিৎসা করার কাজে ব্যস্ত থাকায় মামলা করতে দেরি হয়েছে।

ঘটনার দিন বেকারির মালিক যা বলেছিল: অমি বাড়িতে ছিলাম। আমার ছোট ভাই বললো,ভাইয়া ,কয়েকজন সাংবাদিক এনেছে, আর একজন ম্যাজিস্ট্রেট এসেছে। যে ম্যাজিস্ট্রেট ছিলেন তার নাম নাসির। এলাকায় যখন লোকজন জমায়েত হয়েছে তখন ওই ভূয়া ম্যজিস্ট্রেটসহ সবাই চলে যেতে যাচ্ছিলো।সাংবাদিক আলমগীর ভাই একজন ভূয়া ম্যাজিস্ট্রেট বনিয়ে নিয়ে আসবে এটা ভাবতে পারিনি। তাদের দু এক থাপ্পড় মারা হয়েছে। থানা থেকে লোঅকজন আসছিলো আমরা বাধাঁ দেয়।পরে ওই ম্যাজিস্ট্রেটের ভাই এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।

গোদাগাড়ি থানার ওসি খলিল পাটুয়ারী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন। মামলা যখন করা হয়েছে। তদন্তনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

 

Apr 7, 2021

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে সরঞ্জাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে সরঞ্জাম জব্দ


মহানন্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বিপুল পরিমাণ বালু, মেশিন, সরঞ্জাম জব্দ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (০৭ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। দুপুরে মহানন্দা নদীতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা-চকঝগড়ু ঘাট এলাকায় ৪টি বিশাল বালুর স্তপ, ৩টি বালু তোলার ড্রেজার মেশিন ও বালুবাহী কার্গো জব্দ করা হয়। 

জেলা প্রশাসনের দেয়া ইজারাকৃত বালু মহলের সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসব জব্দ করা হয়। এসময় বালু পয়েন্ট, ড্রেজার মেশিন ও কর্গোতে লাল পতাকা দিয়ে সবধরনের স্থানান্তরে নিষেধাজ্ঞা দেয়া হয়। জব্দ হওয়া মালমাল ও সরঞ্জাম নিলামে তোলা হবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, এর আগে বালুমহলটির ইজারাদার বাদল আলীর বিরুদ্ধে সীমানার বাইরে গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া, মোহাম্মদ আশরাফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিনসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, অবৈধভাবে বালু উত্তোলন দায়ে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই এসব নিলামে তোলা হবে।

Mar 24, 2021

রহনপুর পৌরসভায় কাজ না করেও বেতন নিচ্ছেন ২০ কর্মচারী

রহনপুর পৌরসভায় কাজ না করেও বেতন নিচ্ছেন ২০ কর্মচারী


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় নিয়মিত অফিস না করে বেতন নিচ্ছেন ২০ জন কর্মচারী। এর মধ্যে জন নিয়মিত ১৬ জন মাস্টাররোলের কর্মচারী রয়েছেন। বিষয়টি নবনির্বাচিত মতিউর রহমান খাঁনের নজরে আসলে তিনি সচিব খাইরুল হককে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে। নিয়মিত কর্মচারীদের মধ্যে স্টোর কিপার আনোয়ারুল  ইসলাম, গার্বেজ ট্রাক চালক আমিনুল ইসলাম বাবু কনজারভেন্সি সুপার ভাইজার আনিসুর রহমান নিয়মিত দায়িত্ব পালন  না করে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে এবং টিকাদানকারী পদে থাকা শামীআরা বেগম মাঝে মাঝে অফিস করলেও ঘন্টার মধ্যে ঘন্টা অফিস করেন এছাড়া তিনি বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন।

 এদিকে ১৬ জন অনিয়মিত কর্মচারীর মধ্যে পাম্প অপারেটর জামিরুল বিশ্বাস কাজ না করে ওই সাংসদের বাড়িতে কাজ  করেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিদ্যুৎ মিস্ত্রি বদিউর রহমান, টিকাদার সুপারভাইজার সেলিম রেজা, কার্যসহকারী, শাহরিয়ার হোসেন, সড়কবাতি পরিদর্শক আব্দুর রহমান, অপর পাম্প অপারেটর মাইনুল ইসলাম, গাড়ী চালক খাইরুল ইসলাম, পাইপ লাইন মেকানিক শহিদুল ইসলাম, ভাল্ব অপারেটর সাইফুল ইসলাম, নকশাকার কারিমুল (বক্স) রনি, সহকারী কর আদারকারী রাবেয়া খাতুন শিল্পী, কসাইখানা পরিদর্শক পারভেজ হাসান, টিকাদানকারী সায়েদা খাতুন নিপা দায়িত্ব পালন না করে সাবেক মেয়র তারিক আহমদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হন। দৈনিক কনজারভেন্সি লেবার জাইদুর রহমান মাসের পর মাস কাজ না করে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের ব্যক্তিগত দলীয় কার্যালয়ে কর্মরত রয়েছে।

এছাড়া দৈনিক কনজারভেন্সি লেবার আবু তালেব নিয়মিত অফিস না করে তার ব্যক্তিগত ব্যবস্যা প্রতিষ্ঠানে সময় ব্যয় করে বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন। তবে অভিযোগ ওঠা কর্মচারীরা নিয়মিত অফিস করছেন বলে জানান। প্রসঙ্গে পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোশিয়েসনের সভাপতি ইসমাইল হোসেন জানান, সদ্য বিদায়ী মেয়র তারিক আহমদের সময়ে কিছু সংখ্যক কর্মচারী অনিয়ম গুলো করত। বর্তমান মেয়র মতিউর রহমান খাঁন দায়িত্ব নেয়ার পর  থেকে কর্মচারীরা নিয়মিতই অফিস করছেন। তবে কয়েকজন একটু অনিয়ম করছে। কর্মচারীদের অনুপস্থিতি প্রসঙ্গে পৌর সচিব খাইরুল হক জানান, কিছু কিছু কর্মচারী অনিয়মগুলো করছে

২২ মার্চ (সোমবার) অনুষ্ঠিত স্টাফ কাউন্সিলের বৈঠকে পৌর মেয়র বিষয়ে কর্মচারীদের সর্তক করেছেন। নিয়মিত অনিয়মিত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন না করা প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে করা সভায়   বিষয়ে সর্তক করা হয়েছে। এছাড়া অনিয়মিত কিছু কর্মচারীর সঠিকভাবে দায়িত্ব পালন না করার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


Mar 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের জেল জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের জেল জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ৪ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার সকাল ৯টা হতে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত চালানো অভিযানে গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী-গোমস্তাপুর উপজেলার নুনগোলাকেডিসিপাড়ার মোঃ হাফিজের ছেলে মোঃ রাহুল (২৫) ও মাদক সেবনকারীরা হল- একই উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দীন (৩৮), কাঞ্চনতলা গ্রামের মোঃ আসরউদ্দিনের ছেলে মোঃ সাইদ (৩৬), নুনগোলা কেডিসি পাড়ার মোঃ হাফিজের ছেলে মোঃ রহিম (৩০) ও একই গ্রামের হাফিজের স্ত্রী মোছাঃ রেখা বেগম (৫০)।

র‌্যাব-৫ এক প্রেসনোটে জানায়, র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোঃ জসিম উদ্দীনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ সাইদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মোঃ রহিমকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মোছাঃ রেখা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। অপর মাদক ব্যবসায়ী রাহুলকে আসামী করে গোমস্তাপুর থানায় একটি মাদকের মামলা করা হয়েছে।

Mar 16, 2021

 চাঁপাইনবাবগঞ্জে  ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে ৩ জন আটক


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ পুলিশের পৃথক দু’টি অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকেল সোয়া ৪টায় প্রথম অভিযানে রামচন্দ্রপুর কলেজপাড়া হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়। 

১ম অভিযানে আটক ২ জন হলো-সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ মিজানুর রহমান মেজুর ছেলে বেনজির আহমেদ (৩৩) ও একই গ্রামের মোঃ টিপু সুলতানের ছেলে মোঃ সামিউল আলিম হিমেল (২০)। একইদিন বিকেল সাড়ে ৫টায় সদর থানাধীন মহারাজনগর গ্রাম হতে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সদর উপজেলার জয়ন্দিপুর, সুন্দরপুর গ্রামের এনামুল হকের ছেলে মোঃ মোমিন আলীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

Mar 14, 2021

বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

জামালপুর সদর উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান আজ রোববার দুপুরে এই রায় দেন।


 মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে বাবা-ছেলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমান আলী কৃষিজমিতে যাচ্ছিল। এ সময় ছেলে মো. সবুজ মিয়া তাঁকে জমি লিখে দিতে বলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় সবুজ তাঁকে মারধর শুরু করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত ইমান আলীর বড় ছেলে মো. বাদল তাঁর ভাই সবুজের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ২০১৬ সালের ১ জুন ওই মামলার তদন্ত শেষে পুলিশ মো. সবুজ মিয়ার নামে আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে এই রায় দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র। আসামিপক্ষে ছিলেন মো. আশরাফুল হোসাইন।

 নির্মল কান্তি ভদ্র বলেন, চার মাসের তদন্ত শেষে মো. সবুজ মিয়ার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এতে প্রমাণিত হয় সবুজ তাঁর বাবাকে কিল–ঘুষি দিয়ে হত্যা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। 

Mar 2, 2021

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত টোল নেয়ার দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত টোল নেয়ার দায়ে জরিমানা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ




গোমস্তাপুরে অতিরিক্ত টোল আদায়ের দায়ে মকরমপুর সৈয়দ সুলতান সেতুর ইজারাদার শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির এ জরিমানা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, একটি ঔষধ কোম্পানীর সরবরাহকৃত জীপ (কভার ট্রাক) গাড়ী মকরমপুর সৈয়দ সুলতান সেতুু পার হচ্ছিল। এ সময় ইজারাদারের লোকজন ওই গাড়ীর আদায় রশিদে ৪০ টাকার পরিবর্তে দিগুনের অধিক ১০০ টাকা টোল আদায় করছে। বিষয়টা তারা উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে আদায় রশিদে অতিরিক্ত টাকার নেয়ার সত্যত্যা পায়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ইজারাদার শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
রহনপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

রহনপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে তিন দোকান মালিককে জরিমানা করেছে জেলা  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। সোমবার দুপুরে রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন দোকানদারকে হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম রহনপুর পৌরসভার নুনগোলা বাস টার্মিনাল এলাকার আমিরুল ট্রেডার্সকে হাজার টাকা, রুহুল আমিন মিষ্টান্ন ভান্ডারকে হাজার টাকা এবং মোহম্মদিয়া হোটেলকে হাজার টাকা জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম জানান, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করায় হোটেলকে ৭ হাজার টাকা এবং মুল্য তালিকা না থাকায় মুদি দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জেলা স্যানিটারি অফিসার কোবাদ আলী, গোমস্তাপুর উপজেলা স্যানিটারি অফিসার রেবেকো খাতুন এবং রহনপুর তদন্ত কেন্দ্রের একটি টিম উপস্থিত ছিলেন। জেলায় ধরনের অভিযান চলবে বলে জানান, জহিরুল ইসলাম।

Feb 21, 2021

চাঁপাইনবাবগঞ্জে বই মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বই মেলার উদ্বোধন


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের পাশে এই বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। 

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম, চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বই মেলায় অংশগ্রহণকারীরা। 

২১ থেকে ২৩ ফেব্রæয়ারী ৩দিনব্যাপী চলা এই বই মেলায় ভাষা শহীদ ও ভাষা নিয়ে লেখা এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হয়। মেলায় ১৮টি স্টল রয়েছে।

Feb 16, 2021

চাঁপায়ের এক বিএনপির ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চাঁপায়ের এক বিএনপির ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত




জোরপূর্বক সম্পত্তি আদায়ের মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ১নং প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপনের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে জানা গেছে- উপজেলার বারিক বাজারের হেরাজউদ্দিনের ছেলে আসামুদ্দিনের উপর বল প্রয়োগ করে সম্পত্তি আদায়ের জন্য জোরপূর্বক ব্যাংকের চেকের ৫টি পাতায় ও কয়েকটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে শিবগঞ্জ থানায় দায়েরকৃত সিআর মামলা নম্বর ৩৮২/২০২০ তারিখ ০৩-০১-২০২০ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে- জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ বর্ণিত ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেন। প্রেক্ষিতে গত ফেব্রুয়ারী চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল ও ৫নং ওয়ার্ড সদস্য ১নং প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমানকে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপস্থি বিবেচনায় ওই দুজনকে সিও পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এর আগে মামলাটি আদালত আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে ঘটনার সত্যতা পায় জেলা গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টার করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউপি চেয়ারম্যান ও প্যানেল-১ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।


চাঁপাইনবাবগঞ্জে কাজীসহ কনের পিতা আটক

চাঁপাইনবাবগঞ্জে কাজীসহ কনের পিতা আটক


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিয়ে পড়ানোর দায়ে ইমামের ১বছর ও মেয়ের পিতার ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা। এ ঘনায় পাইতালী গ্রামের বর নয়ন আলী(১৭) ও তার পিতা কাবাতুল্লাহ(৪০) পলাতক রয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমাবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর সোগুনা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মানিক(৪৫) তার মেয়ের বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং এ অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ওই বিয়ের মৌলভী, খেসবা দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক আলিশাহপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৮)কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Jan 16, 2021

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতা এম্পল ইনজেকশনসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতা এম্পল ইনজেকশনসহ আটক


চাঁপাইনবাবগঞ্জে ৪৬২ (৯১২ গ্রাঃ) পিচ এম্পল ইনজেকশন সহ এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ জানুয়ারী) সন্ধায় চাঁপাইনবাবগঞ্জ শহরস্থ বালুবাগানে ৫৪ নং বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়।


আটককৃত আওয়ামী লীগ নেতা;ছাত্রলীগের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক,চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক,মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি,মানবিক বাংলাদেশ সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক ডাঃমুন্সি নজরুল ইসলাম সুজন

চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদরক রায়হান ঘটনাটি নিশ্চিত করে বলেন,এ মর্মে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য; ২০১৯ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজোলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সুত্র আরোও জানায়; আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট করবে বলে জানা যায়।

Jan 15, 2021

স্ত্রীর হাতে দু-স্বামী খুন

স্ত্রীর হাতে দু-স্বামী খুন

file picture

 দিনাজপুরের দুটি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক হত্যার শিকার হয়েছেন দুই স্বামী। এর মধ্যে কাহারোলে স্ত্রীর লাঠির আঘাতে মৃত্যু হয়েছে এক স্বামীর এবং নবাবগঞ্জে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী। পুলিশ স্বামী হত্যার অভিযোগে দুই স্ত্রীকেই আটক করেছে। দিনাজপুরের কাহারোল উপজেলার নৌধাবাড়ী গ্রামে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাঁশের লাঠি দিয়ে স্বামী ক্ষিতিশ চন্দ্র রায়ের (৩২) মাথায় আঘাত করেন স্ত্রী ববিতা রানী রায়।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ চন্দ্র রায় কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের নৌধাবাড়ী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে। স্বামীর মৃত্যুর খবর শুনেই পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলায় বাপের বাড়িতে পালানোর সময় স্ত্রী ববিতা রানী রায়কে আটক করে পুলিশ। কাহারোল থানার ওসি ফেরদৌস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে গত বৃস্পতিবার রাতে স্বামী চানমিয়া ওরফে চান্দুকে (৪০) ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী মরফিয়া খাতুনের বিরুদ্ধে। নিহত চানমিয়া ওরফে চান্দু নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আলেফ উদ্দিনের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ,রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে অভিযুক্ত মরফিয়া বেগমের কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন তাদের বাড়িতে এসে তার শয়নকক্ষে মৃত অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন।

প্রতিবেশীদের দাবি- পরকীয়ার জেরেই মরফিয়া তার স্বামীকে হত্যা করেছে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্ত্রী মরফিয়া বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।